ডুমুরিয়ায় অজ্ঞাত নারীর অর্ধদগ্ধ লাশ উদ্ধার
খুলনার ডুমুরিয়ায় অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঠালতলা স্কুলের পেছনের এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা প্রথমে স্কুলের পেছনে অর্ধপোড়ানো অবস্থায় একটি নারীর মরদেহ পড়ে থাকতে দেখে ডুমুরিয়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং আলামত সংগ্রহের কাজ শুরু করে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, “মরদেহটি অজ্ঞাত পরিচয়ের এক নারীর, যার মুখমণ্ডল আগুনে এমনভাবে দগ্ধ হয়েছে যে, পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। সিআইডি, জেলা গোয়েন্দা পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।”
তিনি আরও বলেন, “মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর প্রমাণ গোপনের উদ্দেশ্যে লাশটি এখানে এনে পোড়ানোর চেষ্টা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও এখন পর্যন্ত কেউ ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি। পুলিশ বলছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং শিগগিরই প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।