ট্রেনে ডাকাতির পর অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দিলো ডাকাত!
বিনোদন ডেস্ক::
রিমঝিম মিত্র, ওপার বাংলার টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ, বর্তমানে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। প্রায় দুই দশকের ক্যারিয়ারে একাধিক নাটক ও টেলিফিল্মে কাজ করেছেন তিনি। সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করেছেন রিমঝিম।
তিনি জানিয়েছেন, একবার ট্রেনে ডাকাতি হওয়ার পর ডাকাতরা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল! রিমঝিমের কথায়, “একদিন আমরা ঝাড়খণ্ডে নাচের অনুষ্ঠান করতে ট্রেনে যাচ্ছিলাম। মাঝপথে হঠাৎ ট্রেন থেমে যায়। আমি এবং আমার বান্ধবী টয়লেটে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি ট্রেন থামানোর পরে আমাদের নাচের দলের এক সদস্য রক্তে ভিজে হন্তদন্ত হয়ে আসছেন। তিনি জানালেন, ট্রেনে একদল ছেলে মোহিত হয়ে আমাদের দিকে তাকিয়ে ছিল, তারা ছিল ডাকাত।”
“এসময় আমাদেরকে বাথরুমে ঢুকতে বলা হয় এবং বাইরে থেকে শুনতে পাই ডাকাতরা বলছে, ‘নাচের মেয়েগুলো কোথায়? তাদের ডেকে আনো, তাদেরকে বিয়ে করব, সংসার করব।'”
এই ভয়াবহ ঘটনার পরও রিমঝিম মিত্র সবার সহযোগিতায় নিরাপদে ফিরে আসেন এবং জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে ফিরে আসেন।
Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.