ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি: ভারতীয় পণ্যের ওপর বাড়তি চাপ
ভারতের সঙ্গে নির্ধারিত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নয়াদিল্লি সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি নিয়ে সমঝোতা আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।
জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলে জানিয়েছে, বৈঠক স্থগিত হওয়ায় আলোচনার নতুন তারিখও এখনও নির্ধারণ হয়নি। এর ফলে ২৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে অতিরিক্ত শুল্ক কার্যকর করতে যাচ্ছে, তার আগে সমাধান বের হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে ঘোষণা দেন, ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তার দাবি, রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধে ভারতের অনীহাই এ সিদ্ধান্তের মূল কারণ।
২৭ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হলে কিছু ভারতীয় পণ্যে শুল্ক বেড়ে দাঁড়াবে ৫০ শতাংশে, যা চলমান বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত অন্যতম সর্বোচ্চ শুল্ক হার।
এর আগে ওয়াশিংটন-নয়াদিল্লির মধ্যে পাঁচ দফা বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। বিশেষ করে ভারতের কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রুশ তেল আমদানি বন্ধ ইস্যুতে মতভেদ থেকেই গেছে। এসব কারণে চুক্তি চূড়ান্ত না হয়ে দু’দেশের সম্পর্ক আরও জটিল অবস্থায় পড়েছে।