ঢাকা ১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টেকসই বাংলাদেশ গড়তে খুলনায় যুবশক্তির সক্ষমতা বৃদ্ধি দাবি জেলা প্রশাসকের

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::

ছবি: সংগৃহীত

আজ ১২ আগস্ট খুলনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। যুব সমাবেশ, শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋনের চেক বিতরণ, অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে ফলদ বৃক্ষ রোপণ এবং পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমসহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসের এবারের প্রতিপাদ্য ছিল, “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি” সকালেই সোনাডাঙ্গা যুব ভবনের সম্মেলন কক্ষে শপথ পাঠ, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় বলেন,
“যুবকরাই দেশের চালিকা শক্তি। টেকসই বাংলাদেশ গড়তে আমাদের যুববান্ধব রাষ্ট্রব্যবস্থা প্রয়োজন। দেশের ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ-যুবকদের সঠিক প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে পরিণত করতে হবে। সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগীদেরও যুবদের দক্ষতা বিকাশে বিনিয়োগ বাড়াতে হবে এবং তাদের মতামতকে গুরুত্ব দিয়ে অংশগ্রহণমূলক নীতি গ্রহণ করতে হবে।”

অনুষ্ঠানে খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: মোস্তাক উদ্দিন সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর এইচ এম নুরুজ্জামান, ওয়াল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি আল শাহরিয়ার ইসলাম ও সাইফ নেওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: পারভেজ মোল্লা।

প্রধান আয়োজনকারী হিসেবে খুলনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।
অনুষ্ঠান শেষে খুলনার দুই মেট্রোপলিটন থানা ও ৯টি উপজেলা কার্যালয়ের মাধ্যমে ১১৩ জন যুবকের মাঝে ১ কোটি ১২ লাখ ২০ হাজার টাকা ঋনের চেক বিতরণ করা হয়। পাশাপাশি, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে ৩৬টি ফলদ বৃক্ষ রোপণ করা হয়।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
৫২৬ বার পড়া হয়েছে

টেকসই বাংলাদেশ গড়তে খুলনায় যুবশক্তির সক্ষমতা বৃদ্ধি দাবি জেলা প্রশাসকের

আপডেট সময় ০৬:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

আজ ১২ আগস্ট খুলনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। যুব সমাবেশ, শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋনের চেক বিতরণ, অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে ফলদ বৃক্ষ রোপণ এবং পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমসহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসের এবারের প্রতিপাদ্য ছিল, “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি” সকালেই সোনাডাঙ্গা যুব ভবনের সম্মেলন কক্ষে শপথ পাঠ, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় বলেন,
“যুবকরাই দেশের চালিকা শক্তি। টেকসই বাংলাদেশ গড়তে আমাদের যুববান্ধব রাষ্ট্রব্যবস্থা প্রয়োজন। দেশের ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ-যুবকদের সঠিক প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে পরিণত করতে হবে। সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগীদেরও যুবদের দক্ষতা বিকাশে বিনিয়োগ বাড়াতে হবে এবং তাদের মতামতকে গুরুত্ব দিয়ে অংশগ্রহণমূলক নীতি গ্রহণ করতে হবে।”

অনুষ্ঠানে খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: মোস্তাক উদ্দিন সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর এইচ এম নুরুজ্জামান, ওয়াল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি আল শাহরিয়ার ইসলাম ও সাইফ নেওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: পারভেজ মোল্লা।

প্রধান আয়োজনকারী হিসেবে খুলনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।
অনুষ্ঠান শেষে খুলনার দুই মেট্রোপলিটন থানা ও ৯টি উপজেলা কার্যালয়ের মাধ্যমে ১১৩ জন যুবকের মাঝে ১ কোটি ১২ লাখ ২০ হাজার টাকা ঋনের চেক বিতরণ করা হয়। পাশাপাশি, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে ৩৬টি ফলদ বৃক্ষ রোপণ করা হয়।