টানা ৬ জয়ে শীর্ষে আবাহনী
ঢাকা প্রিমিয়ার লিগে শক্তিমত্তা ও সামর্থ্যের দিক থেকে কাগজে-কলমে শীর্ষ তিনে না থাকলেও মাঠে চমক দেখাচ্ছে আবাহনী। ষষ্ঠ রাউন্ড শেষে আবাহনী আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ২ উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষস্থান নিজেদের দখলে নিয়েছে। ৭ ম্যাচে টানা ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে অবস্থান করছে তারা।
এদিন বিকেএসপি ৪ নম্বর মাঠে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয়, তবে ৫০ ওভারের ম্যাচটি ৩৬ ওভারে কমিয়ে আনা হয়। প্রথমে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স ১৯৯ রান সংগ্রহ করে। গাজী গ্রুপের টপ স্কোরার ছিলেন অধিনায়ক এনামুল হক বিজয়, যিনি ৭৬ বলে ৬৮ রান করেন।
আবাহনী এরপর ৩৫.১ ওভারে ২০০/৮ রান তুলে জয়ের বন্দরে পৌঁছায়। মোহাম্মদ মিঠুন ৭৭ বলে ৭৬ রান এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬৩ বলে ৪৩ রান করেন। শেষ দিকে মোসাদ্দেক হোসেন (১৪ বলে ১৮) এবং মুমিনুল হক (২৫ বলে ২৪) দলকে জয়ী অবস্থানে নিয়ে যান।
এটি ছিল আবাহনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়, যা তাদের শীর্ষে জায়গা করে দিয়েছে। যদি আগামীকাল অগ্রণী ব্যাংক হেরে যায়, তবে আবাহনী এককভাবে শীর্ষে থাকবে।
সংক্ষিপ্ত স্কোর
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩৫.১ ওভারে ১৯৯ (এনামুল হক বিজয় ৬৮, ওয়াসি সিদ্দিক ৪২, মুমিনুল ৪/৩৮, মোসাদ্দেক ২/১৮)
আবাহনী: ৩৫ ওভারে ২০০/৮ (মোহাম্মদ মিঠুন ৭৬, নাজমুল হোসেন শান্ত ৪৩, শেখ পারভেজ জীবন ৩/৪৪)