‘টাকার বিনিময়ে তারকাদের পোস্ট’ গুজব ভুয়া: রিউমর স্ক্যানার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শোবিজ তারকাদের পোস্টকে কেন্দ্র করে ছড়ানো ‘অর্থ লেনদেনের গুজব’ ভুয়া প্রমাণ করেছে রিউমর স্ক্যানার বাংলাদেশ।
শুক্রবার (১৫ আগস্ট) পালন করা হয় বঙ্গবন্ধুর ৫০তম প্রয়াণ দিবস। অতীতে এ দিনটি শেখ হাসিনা সরকারের আমলে জাতীয় শোক দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হলেও, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আর সরকারিভাবে পালিত হয়নি। তবে সামাজিক মাধ্যমে বহু মানুষ বঙ্গবন্ধুকে স্মরণ করেন, শোবিজ অঙ্গনের তারকারাও এতে সক্রিয় ছিলেন।
এরপর গুজব ছড়ায়, কিছু তারকা নাকি টাকার বিনিময়ে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট দিয়েছেন। একটি ব্যাংক স্টেটমেন্ট ভাইরাল হয়ে অভিযোগ আরও ঘনীভূত হয়। তাতে দাবি করা হয়, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের নামে থাকা একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে নয়জন শিল্পীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে।
রিউমর স্ক্যানার বাংলাদেশ এ বিষয়টি যাচাই করে জানায়, ভাইরাল ব্যাংক স্টেটমেন্টটি সম্পূর্ণ ভুয়া।
তাদের পর্যবেক্ষণ অনুযায়ী-স্টেটমেন্টে দেখানো অ্যাকাউন্ট নম্বর ১৩ সংখ্যার, অথচ সংশ্লিষ্ট ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আসলে ১১ ডিজিটের। যাচাই করে দেখা যায়, উল্লিখিত নম্বরের বিপরীতে কোনো অ্যাকাউন্টের অস্তিত্ব নেই। প্রকৃত ব্যাংক স্টেটমেন্টে প্রাপকের নাম বা অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করা হয় না, অথচ ভুয়া স্টেটমেন্টে নাম ও তথ্য যুক্ত করা হয়েছে। অনলাইনে সহজলভ্য একটি টেমপ্লেট ব্যবহার করে ব্যাংকের লোগো বসিয়ে ভুয়া নথি তৈরি করা হয়েছে।
রিউমর স্ক্যানার আরও জানায়, অতীতেও একই কৌশলে বিভিন্ন ব্যাংকের ভুয়া স্টেটমেন্ট তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর নজির রয়েছে।