জোড়াগেট পশুর হাটে গরমে মানুষ ও পশু অসুস্থ হলে থাকছে চিকিৎসার ব্যবস্থা
খুলনা মহানগরীর জোড়াগেট পাইকারি কাচাবাজার চত্বরে কোরবানির পশুর হাট সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা সিটি করপোরেশন (কেসিসি) আয়োজিত এই সভা গতকাল কেসিসির শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসির প্রশাসক মোঃ ফিরোজ সরকার।
সভায় সভাপতি বলেন, গত বছরের ধারাবাহিকতায় এবছরও জোড়াগেট হাট যথানিয়মে পরিচালিত হবে। পশুরহাট ব্যবস্থাপনায় সুষ্ঠু সমন্বয়ের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, হাটে যেন কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি বা বিশৃঙ্খলা না ঘটে তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর থাকবে। জাল নোট শনাক্তকরণে হাটে স্থাপিত ব্যাংক বুথে বিশেষ মেশিনের ব্যবস্থাও থাকবে।
দূর-দূরান্ত থেকে আসা পশুগুলো জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নেওয়া রোধে কড়া নজরদারির পাশাপাশি হাটে আগত বিক্রেতাদের বিশ্রামের জন্য ছোট ছোট শেড, পর্যাপ্ত পানি সরবরাহ এবং টয়লেট ব্যবহারের ব্যবস্থাও রাখা হবে বলে জানানো হয়।
সভায় আরও জানানো হয়, অতিরিক্ত গরমে মানুষ বা পশু অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাটেই চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হবে।
সভায় খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আবুল বাশার মোঃ আতিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিপংকর দাস, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদর্শন কুমার রায়, কেসিসির সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্বে) মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।