জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম ফাউন্ডেশনের যাত্রা শুরু
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ‘চট্টগ্রাম ফাউন্ডেশন’ এর গঠনতন্ত্র ও কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।
সভায় সভাপতির পক্ষে চট্টগ্রাম ফাউন্ডেশনের প্রস্তাবিত গঠন ও কার্যাবলি সম্পর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ। এতে ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য, কাঠামো ও সম্ভাব্য কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
সভায় উপস্থিত আমন্ত্রিত সদস্যরা ফাউন্ডেশনের গঠন ও কার্যপদ্ধতি সম্পর্কে মতামত প্রদান করেন। এতে বক্তব্য রাখেন— জেলা পরিষদ চট্টগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রামের অন্যান্য অতিরিক্ত জেলা প্রশাসকগণ, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি এবং রেড ক্রিসেন্টের চট্টগ্রাম ইউনিটের সম্পাদকসহ আরও অনেকে।
সভায় বক্তারা ‘চট্টগ্রাম ফাউন্ডেশন’কে একটি জনকল্যাণমুখী, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, এই ফাউন্ডেশন সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, শিক্ষা, সংস্কৃতি ও দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ইতোমধ্যে যশোর ফাউন্ডেশন, কুমিল্লা ফাউন্ডেশনসহ একাধিক ফাউন্ডেশন সফলভাবে কাজ করছে। চট্টগ্রামেও একই ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে, তা জেলার সার্বিক উন্নয়নে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।