জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার দাবি জামায়াত নেতা গোলাম পরোয়ায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি গোলাম পরোয়ায় বলেছেন, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে। তিনি দাবি করেন, নির্বাচনের সময় ঘোষণা ইতিবাচক হলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার আরাফাত আবাসিক এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরোয়ায় বলেন, নির্দলীয় সরকারের অধীনে “জুলাই সনদ”-এর আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে সেই অনুযায়ী জাতীয় নির্বাচন দিতে হবে। তিনি দাবি করেন, সারাদেশে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং জনগণ সুযোগ পেলে ইসলামী আদর্শের শক্তিকে নির্বাচিত করবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট-বাকশালী সরকার বিদেশি প্রেসক্রিপশনে ক্ষমতায় এসে আলেম-ওলামাদের ওপর জুলুম চালিয়েছে। ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে তাদের পতন হয়েছে, তাই আগস্ট বিপ্লবকে টেকসই করতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে।
সমাবেশে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা জামায়াতের নেতারা বক্তব্য দেন। এ সময় ইউপি সদস্য, সমাজসেবকসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২০-২৫ জন নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।