জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি যোগ দেন।
অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে। এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিস্তারিতভাবে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন।
‘জুলাই ঘোষণাপত্র’ হলো ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের দলিল, যা বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার চূড়ান্ত করেছে। এ ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে সকল দল সমান মত পোষণ করেছে।
জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল দীর্ঘদিন ধরে এ ঘোষণাপত্র গ্রহণের দাবি জানিয়ে আসছিল এবং এ দাবির জন্য কর্মসূচিও পালন করা হয়েছে।
ট্যাগস :