জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারতে কেসিসি প্রশাসক
ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক মো. ফিরোজ সরকার। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে নগরীর বসুপাড়া কবরস্থানে শহীদ সাকিবের কবর জিয়ারত করেন তিনি।
এ সময় কেসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকে তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, কালেক্টর অব ট্যাক্সেস মো. আব্দুল মাজেদ মোল্লা, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, ডিসিটি কাজী মো. ইমরুল হাসান, নিরাপত্তা সুপার মো. আলমগীর কবীর বিশ্বাস।
এছাড়া শহীদ সাকিব রায়হানের পিতা শেখ মো. আজিজুর রহমান ও মাতা নুরুন্নাহার বেগমসহ স্থানীয় বিএনপি, জামায়াত, ইসলামী ঐক্যজোট, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত বছরের ১৯ জুলাই ঢাকার মিরপুর ১০ নম্বরে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ দাবিতে আয়োজিত একদফা আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন হেফজ বিভাগের ছাত্র শেখ সাকিব রায়হান। পরদিন ২০ জুলাই খুলনার বসুপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাকিব রায়হান নগরীর ১৮নং ওয়ার্ডের নবপল্লী এলাকার বাসিন্দা ছিলেন এবং মিরপুরস্থ বায়তুস সবুর মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।
কবর জিয়ারত শেষে শহীদ পরিবারের হাতে কেসিসির পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রশাসক মো. ফিরোজ সরকার। এ সময় তিনি শহীদ পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।