জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে: আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী, জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ড. আসিফ নজরুল বলেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, তবে প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, নির্বাচনের তারিখ জুনের মধ্যে হবে। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে আলোচনা করা হলেও, কোনো এক মাস বা দুই মাস পর নির্বাচন করার উদ্দেশ্য সরকারের নেই। বরং, ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া, বিএনপির সাথে ঐকমত্য কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সংস্কারের বিষয়ে আন্তরিক এবং তারা খুব দ্রুত ঐকমত্য কমিশনের সাথে বসতে প্রস্তুত। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বিএনপি সংস্কারের বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে।
অন্যদিকে, বৈঠক শেষে অসন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি। বিএনপি পরিষ্কারভাবে জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে।