জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা নাসির উদ্দিনের পক্ষে আদালতের আদেশ
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের হারি চাঁন্দ মাঝির বাড়ির স্থায়ী বাসিন্দা, বৃদ্ধ প্রবাসী নাসির উদ্দিন তার আপন বোন জোলেখা বেগমের সাথে বসতঘরের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের সম্মুখীন। জীবনের শেষ প্রান্তে এসে, নাসির উদ্দিন পারিবারিক সুরক্ষা আইনে চট্টগ্রাম আদালতে একটি মামলা দায়ের করেন।
চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মামলা নং সি আর-১৪৩৩/২০২৪ সূত্রে জানা যায়, ২০১৯ সালে নাসির উদ্দিনের তফসিলভুক্ত জমিতে নির্মিত ভবনের মালিকানা নিয়ে আপোষ মীমাংসার মাধ্যমে বসবাস শুরু হয়। চুক্তি অনুযায়ী, নাসির উদ্দিন নিচ তলায়, তার ছোট ভাই গিয়াস উদ্দিন (প্রবাসী) দ্বিতীয় তলায় এবং বিবাদী জোলেখা বেগম তৃতীয় তলায় বসবাস করছিলেন।
তবে, সম্প্রতি বিবাদী সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দুপুর আনুমানিক ২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাসির উদ্দিনের বাসায় হামলা চালান। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা নাসির উদ্দিনকে হত্যার চেষ্টা করে এবং তার পুত্রবধূর শ্লীলতাহানির ঘটনা ঘটায়। এ সময় তারা ঘরের মূল্যবান সামগ্রী ভাঙচুর ও লুটপাট করে এবং নাসির উদ্দিন ও তার পরিবারকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ঘর থেকে বের করে দেয়। এমনকি, ঘরের মূল দরজায় তালা মেরে দিয়ে তাদের বাইরে আটকে রাখা হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাসির উদ্দিন আদালতের আশ্রয় নেন এবং তার নিরাপত্তার জন্য আদালতে আবেদন করেন। আদালত মামলার প্রাথমিক শুনানিতে বিবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন এবং নাসির উদ্দিন ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন।
এই মামলার রায় নাসির উদ্দিনের জন্য ন্যায়বিচার ও সুরক্ষার আশার আলো হিসেবে দেখা হচ্ছে। তবে, মামলার চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট সবাই।