জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, গত ৫৩ বছরে জামায়াতে ইসলামীকে বারংবার রাজনীতিতে পুনর্বাসন করার প্রচেষ্টা করা হয়েছে এবং এটি সম্ভব হয়েছে জেনারেল জিয়ার হাত ধরেই। ফেসবুকে শুক্রবার (২১ মার্চ) একটি পোস্টে তিনি বলেন, “সেনা-জনতার অভ্যুত্থানের পর জিয়া জনগণের মতামত উপেক্ষা করে গায়ের জোরে জামায়াতকে রাজনীতিতে চাপিয়ে দেয়।”
পাটওয়ারী বলেন, ২৪ তারিখের ছাত্র নাগরিকদের গণঅভ্যুত্থানকে ৫ আগস্ট ক্যানটনমেন্টের লুটেরা শক্তি এবং তাদের “জায়েজ” করা অবৈধ অনুসারীদের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা হয়েছিল, তবে ছাত্রদের ঐতিহাসিক ভূমিকা সেদিন বাধা দেয়। তিনি আরও বলেন, ক্যানটনমেন্ট থেকে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, এবং বর্তমানে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে।
তিনি ছাত্র নাগরিকদের উদ্দেশে বলেন, “এ দেশের ছাত্র-নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে লড়াই করুন।” পাশাপাশি, বিএনপির পক্ষ এবং জামায়াতের বাংলাদেশ অংশকেও এ লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।
পাটওয়ারী সবশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্তপাত ছাড়া সংগ্রাম করার আহ্বান জানান, উল্লেখ করে যে, তাদের প্রজন্ম দিল্লি এবং আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ এবং তারা অস্তিত্ব এবং গৌরবের প্রশ্নে আপসহীন।
Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.