জিয়াউর রহমানের কাছে জনগণ আসার আগেই তিনি জনগণের কাছে চলে যেতেন: আজিজুল বারী হেলাল
“প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন রাজনীতিবিদ ছিলেন, যিনি জনগণ তার কাছে আসার আগেই তাদের কাছে পৌঁছে যেতেন,” বলেন বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি আরও উল্লেখ করেন, জিয়াউর রহমান রাজনীতিকে জাতীয় দায়িত্ব ও কর্তব্য হিসেবে দেখতেন।
১৯ জানুয়ারি দুপুরে খুলনা মহানগর বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে “গণতন্ত্র, উন্নয়ন ও বাকস্বাধীনতায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজিজুল বারী হেলাল বলেন, “যারা বলেন বিএনপি সংস্কার চায় না, তারা ভুল ধারণা পোষণ করেন। বিএনপি সংস্কারের প্রথম প্রস্তাব দিয়েছে এবং ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরেছে। জিয়াউর রহমান সংস্কার করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সংবাদপত্র ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছিলেন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলামসহ বিএনপি খুলনা মহানগর, বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।