জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছেন না শান্ত
বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী ২০ এপ্রিল সিলেটে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। এ সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শুক্রবার (১১ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন,
“কোনো দলই ছোট নয়, আমি বারবারই বলছি। ক্রিকেটাররাও এমন কিছু ভাবছে না। আশা করি, সাধারণ মানুষ ও মিডিয়াও বিষয়টিকে সে ভাবেই দেখবে। প্রতিটি ম্যাচকেই আন্তর্জাতিক ম্যাচ হিসেবে বিবেচনা করা উচিত-জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা, সবাইকে সমান গুরুত্ব দিতে হবে।”
তিনি আরও বলেন,
“প্রতিটি আন্তর্জাতিক সিরিজেই চ্যালেঞ্জ থাকে। জিম্বাবুয়ের বিপক্ষেও ব্যতিক্রম হবে না। বড় দলের বিপক্ষে যেমন চাপ থাকে, এই সিরিজেও তেমনটাই থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—আমরা যেন ভালো প্রস্তুতি নিয়ে মাঠে নামি।”
টেস্ট ক্রিকেটে উন্নতির দিকেও দৃষ্টি শান্তর। তিনি জানান,
“গত বছর আমরা তিনটি টেস্ট ম্যাচ জিতেছিলাম। এ বছর আরও ছয়টি টেস্ট খেলার সুযোগ আছে। আমরা চেষ্টা করব আগের চেয়ে ভালো ফল করতে। তাহলেই আমাদের টেস্ট ক্রিকেট আরও এগিয়ে যাবে।”