জামিন দিলে সব টাকা শোধ করে দেব: আদালতে নজরুল ইসলাম মজুমদার
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে করা মামলায় জামিন চেয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দেশের আলোচিত ব্যবসায়ী ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, “জামিন পেলে সব টাকা শোধ করে দেব। পালিয়ে যাব না। আমাকে শুধু কাজের সুযোগ দিন।”
মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আসামিপক্ষের আইনজীবী ওয়ালিউর ইসলাম তুষার আদালতে বলেন, “আসামি বয়স ও অসুস্থতার কারণে জামিনযোগ্য। পাঁচ মাস ধরে কারাবন্দি অবস্থায় আছেন। তিনি একজন বড় প্রতিষ্ঠানের কর্ণধার। তার অধীনে বহু মানুষ কাজ করে। যে কোনো শর্তে জামিন দেওয়ার অনুরোধ করছি।”
এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।
শুনানির একপর্যায়ে নজরুল ইসলাম বিচারকের অনুমতি নিয়ে নিজেই কথা বলেন। তিনি বলেন, “১৯৯০ সালে মাত্র ১০ লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এখন আমার প্রতিষ্ঠানের টার্নওভার প্রায় ৩০ হাজার কোটি টাকা। প্রায় ৩ লাখ কর্মী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তাদের মাসে ৬০ থেকে ৬৫ কোটি টাকা বেতন দিতে হয়। আমি জেলে থাকলে প্রতিষ্ঠান চালানো সম্ভব না।”
তিনি আরও বলেন, “আমার দুই ছেলে লন্ডনে থাকে, দেশে আমার ব্যবসা দেখার কেউ নেই। আমার কোম্পানির ৮০-৯০টি ট্রাক ছিল, এখন ২০টি আছে। আমি পালিয়ে যাব না। শুধু জামিন দিন, আমি সব পরিশোধ করব।”
তবে আদালত বলেন, “জেল থেকেই টাকা শোধ করুন, ধৈর্য ধরুন।” পরবর্তীতে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ করে দেন।
উল্লেখ্য:
নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জন, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলাটি করে। গত ১৬ ফেব্রুয়ারি মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ।