জামালপুর পুলিশ অফিসে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির বার্ষিক পরিদর্শন
সোমবার (১৮ আগস্ট) ময়মনসিংহ রেঞ্জের মাননীয় ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, বাংলাদেশ পুলিশ, জামালপুর জেলা পুলিশের পুলিশ অফিসে বার্ষিক পরিদর্শন করেন।
তিনি জামালপুর পুলিশ সুপারের কার্যালয় চত্বরে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, অতিরিক্ত ডিআইজি মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)। পরে জামালপুর জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে তিনি পুলিশ অফিসের বিভিন্ন শাখার কার্যক্রম, নথি-পত্র নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ রাজু আহমেদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।