জামালপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু
জামালপুর জেলা কারাগারে রফিকুল ইসলাম (৫৫) নামে এক কয়েদি মারা গেছেন। রোববার সকাল ৯টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রফিকুল ইসলাম জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের পূর্ব রেখির পাড় এলাকার বাসিন্দা। তিনি আজিম উদ্দিন মোল্লার ছেলে এবং একটি চেক জালিয়াতির মামলায় দণ্ডিত ছিলেন। গত ১ জানুয়ারি তাকে জামালপুর জেলা কারাগারে নেয়া হয়। আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানার দণ্ডাদেশ দিয়েছিল।
জামালপুর জেলা কারাগারের জেল সুপার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কারা কর্তৃপক্ষ জানায়, রফিকুল ইসলাম ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে খাবারের আগে ইনসুলিন নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।