জামালপুরে ৮০ লিটার চোলাই মদসহ ৩ জন আটক
জামালপুর সদর উপজেলার দিকপাইত ইউনিয়নের হাটুভাঙা গ্রামে অভিযান চালিয়ে ৮০ লিটার চোলাই মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন, হাটুভাঙা গ্রামের বাসিন্দা বালাই, তার স্ত্রী মাধবী এবং শাকিল। তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
জামালপুর সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ মোহেব্বুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে হাটুভাঙা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ৮০ লিটার চোলাই মদ উদ্ধারসহ বালাই, মাধবী ও শাকিলকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
ট্যাগস :