জামালপুরে ৫০ পিস ইয়াবাসহ চার নারী গ্রেফতার
জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া ঝিগাতলা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ চার নারীকে গ্রেফতার করেছে আমলাপাড়া ১নং পুলিশ ফাঁড়ির সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইল গোপালপুরের আজমত আলীর মেয়ে পাখি (২৯), জামালপুর হরিপুরের মরহুম দুলাল শেখের মেয়ে মোছাঃ বিষ্টি (২২), দেউরপাড় চন্দ্রার সুজন মিয়ার মেয়ে স্বর্ণা (২১), এবং অন্তর মিয়ার স্ত্রী মোছাঃ মাহি খাতুন (১৮)।
শনিবার (৩ মে) সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে, এসআই রাসেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল শহরের হাজী ফজলুল হকের মালিকানাধীন পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায়। মহিলা পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ চার নারীকে আটক করা হয়।
এ বিষয়ে এসআই রাসেল মিয়া বলেন, “জামালপুর সদর থানার ওসি স্যারের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। অভিযান চলাকালীন মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবেই এই সফলতা এসেছে।”
পরবর্তীতে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণি ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করে রোববার (৪ মে) সকালে আদালতে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ঐ বাসায় অপরিচিত লোকজনের আনাগোনা ছিল এবং সেখানে নিয়মিতভাবে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ড চলত। তারা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন যেন শহরের অন্যান্য ভাড়াবাসায়ও নিয়মিত তল্লাশি চালিয়ে মাদক কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মোঃ আতিক বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। শহরের শান্তি ও নিরাপত্তা রক্ষায় পুলিশ সর্বদা সতর্ক।”