এম. শুভ পাঠানের পাশে শতাধিক নেতাকর্মী
জামালপুরে রাজনৈতিক হয়রানির বিরুদ্ধে যুব সমাজের প্রতিবাদ
জামালপুরে রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারেক রহমান যুব পরিষদ, জামালপুর জেলা শাখা।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম (জেডসিএফ) জেলা শাখার আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম. শুভ পাঠানের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি আরিফুল হাসান খান মুক্তার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম. শুভ পাঠান। তিনি বলেন, “রাজনৈতিকভাবে হয়রানি করতে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সত্য ও ন্যায়ের পথে থেকে আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেডসিএফ কেন্দ্রীয় সদস্য মো. রিপন হোসেন হৃদয়।
এছাড়া উপস্থিত ছিলেন-জামালপুর আইন কলেজ শাখা জেডসিএফ সভাপতি জুনায়েদ, যুব পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও শ্রমিক দল নেতা মাসুদ রানা মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সদর থানা দক্ষিণ জেডসিএফ সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, জেলা জেডসিএফ দপ্তর সম্পাদক শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, ৫ নং ওয়ার্ড সভাপতি ও ছাত্রদল নেতা রাকিব হাসান, সাধারণ সম্পাদক জীবন হোসেন, সাংগঠনিক সম্পাদক সিয়াম হোসেন, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তুষার,, ছাত্রদল ও জেডসিএফ নেতৃবৃন্দ মারুফ, মোবারক হোসেন, সাইম, শামীম প্রমুখ।
বক্তারা বলেন, জামালপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর নিপীড়ন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এসব হয়রানি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।