জামালপুরে যুবদল নেতা এম. শুভ পাঠানের সাথে সদর থানা নেতৃবৃন্দের মুক্ত আলোচনা
জামালপুর সদর থানা শাখার নেতৃবৃন্দের সঙ্গে এক মুক্ত আলোচনায় মিলিত হয়েছেন যুবদল নেতা এম. শুভ পাঠান। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নারকেলি এলাকায় স্থানীয় বিএনপি অফিসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার আহ্বায়ক, জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এম. শুভ পাঠান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা শাখার সদস্য সচিব মোঃ রিপন হোসেন হৃদয়, যুগ্ম আহ্বায়ক জুটন মিয়া, জেলা সড়ক পরিবহন শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেডসিএফ নেতা মাসুদ রানা মাসুমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা, মাঠ পর্যায়ে কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে করণীয় নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় যুব সমাজকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে হবে। রাজনৈতিক সচেতনতা, সাংগঠনিক শৃঙ্খলা এবং ডিজিটাল মাধ্যমে দলীয় প্রচারণার প্রসার ঘটানোর ওপরও জোর দেওয়া হয়।
সভা শেষে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং ভবিষ্যতে এ ধরনের নিয়মিত আলোচনা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।