জামালপুরে যুবদল নেতা এম. শুভ পাঠানের নেতৃত্বে নববর্ষ উদযাপন
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে জামালপুরে যুবদলের আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদল নেতা এম. শুভ পাঠানের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আজ সকাল ১১টায় স্টেশন রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এম. শুভ পাঠান। সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় সদস্য রিপন হোসেন হৃদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও যুবদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয়, তারেক রহমান যুব পরিষদের জেলা সভাপতি আরিফুল হাসান খান মুক্তা, জেডসিএফ জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জুটন মিয়া, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেডসিএফ জামালপুর জেলার সদস্য আরফিন হোসেন আরমান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম আইন কলেজ শাখার সভাপতি জুনায়েদ, ছাত্রনেতা মোবারক হোসেন, তুষার, জীবন, রাকিব, সুজন প্রমুখ।
নেতৃবৃন্দ বাংলা নববর্ষকে জাতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে বলেন, সকল রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে মিলেমিশে দেশের সার্বিক কল্যাণে কাজ করতে হবে।