জামালপুরে মসজিদের চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মসজিদ কমিটির সভাপতিসহ ৭ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার হাসিল বটতলা গৌরিপুর জামে মসজিদ চত্বরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের সময় মসজিদ পরিচালনার জন্য ভ্যানচালক চাঁন মিয়ার কাছে দেড় শত টাকা চাঁদা চান মেষ্টা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও মসজিদ কমিটির উপদেষ্টা আমজাদ মিয়া। চাঁন মিয়া ১০০ টাকা দিতে সম্মত হলে মুসুল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি শান্ত করতে গেলে মসজিদ কমিটির সভাপতি রফিকুল ইসলামের সঙ্গে আমজাদ মিয়ার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরবর্তীতে সন্ধ্যায় মসজিদ কমিটির সভাপতির লোকজন ইফতার নিয়ে মসজিদে যাওয়ার পথে হামলার শিকার হন। এতে সভাপতি রফিকুল ইসলাম রফিক, তার ভাই সোহেল রানা ও সোহাগ রানাসহ সাতজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে আমজাদ মিয়া বলেন, “মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের বেতন পরিশোধের জন্য চাঁদার পরিমাণ বাড়ানো হয়েছে, এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। তবে হামলার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না।”
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।