জামালপুরে ভাই-বোন গ্রেফতার, ইয়াবাসহ আটক
জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী—ভাই-বোনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. আলমগীর (২৮) ও মোছা. আর্জিনা বেগম (২৫)। তারা মুসলিমাবাদ দক্ষিণপাড়া এলাকার মো. আজাদের ছেলে ও মেয়ে।
সোমবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করে জামালপুর ডিবি পুলিশের ওসি মো. নাজমুস সাকিব জানান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা এর নির্দেশনায় জেলা ডিবি পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার রাত সাড়ে ১০টায় অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আসাদুজ্জামান ও এসআই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে পৌর শহরের শহীদ হারুন সড়ক সংলগ্ন আমিনা মেডিসিন কর্নারের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ ওই দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিবির ওসি।