জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৪ কেজি গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার
জামালপুরের মেলান্দহ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৪ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মোছা. সুজেদা (৩৮) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি মেলান্দহ উপজেলার ফুলকোচার রায়ের বাকাই গ্রামের বাসিন্দা এবং বেলাল মিয়ার স্ত্রী।
মঙ্গলবার (২২ জুলাই) ভোররাত ৩টা ২০ মিনিটে ডিবির এসআই মো. এহসানুল হক আবিরের নেতৃত্বে নারী কনস্টেবল খাদিজা খাতুনের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪টি সাদা প্লাস্টিকের বস্তায় স্কচটেপ মোড়ানো মোট ২৮টি প্যাকেটে ৭৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২২ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় ডিবির এসআই মো. এহসানুল হক বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারণির ১৯(গ)/৪১ ধারায় মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেছেন।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, “জেলা পুলিশের মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। আমরা নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছি এবং মাদক নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছি।” তিনি আরও জানান, গ্রেফতার নারীকে আদালতে পাঠানো হয়েছে এবং তার স্বামী পলাতক রয়েছেন।
এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ বলেন, “মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। জেলা পুলিশের প্রতিটি ইউনিট সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কাজ করছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।”