জামালপুরে টিনসেড ঘর নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
জামালপুর পৌর শহরের রাণীগঞ্জ বড় বাজারে ব্যবসায়ীদের জন্য নির্মাণাধীন টিনসেড দোকান ঘর নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিম্নমানের উপকরণ ব্যবহার করে কাজ সম্পন্ন করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
জানা গেছে, নির্মাণাধীন টিনসেড ঘরের কলামের ওপর ভিম ঢালাইয়ের কাজে ব্যবহৃত হয়েছে ময়লা মিশ্রিত নিম্নমানের পাথর। অভিযোগ রয়েছে, এই ঢালাইয়ের কাজটি রাতের আঁধারে সম্পন্ন করা হয়। এতে নির্মাণশৈলী নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, কাজ চলাকালীন কোনো প্রকৌশলী বা তদারক কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন না। বিষয়টি জানতে চাওয়ায় এক নির্মাণশ্রমিক জানান, “কন্ট্রাকটারের বাড়ি অনেক দূরে। উনার কেউ এখানে নেই। আমরা শুধু নির্দেশমতো কাজ করছি।”
তিনি আরও দাবি করেন, জামালপুর পৌর বাজার, মেলান্দহ বাজার, মাদারগঞ্জ বাজার সহ জেলার অন্যান্য বাজারগুলোতেও একই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এ ধরনের কাজ চলছে। প্রতিটি ক্ষেত্রেই দ্রুততার সাথে, মানহীন উপকরণে কাজ শেষ করা হচ্ছে, যার ফলে টেকসই হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।
জানা গেছে, জামালপুর পৌরসভার তত্ত্বাবধানে এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে এই টিনসেড দোকান ঘর নির্মাণ কাজটি বাস্তবায়ন হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাব প্রকল্পের স্বচ্ছতা ও মান নিয়েই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ।
বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, “আমরা আশা করেছিলাম একটি ভালো মানের দোকান ঘর পাব। কিন্তু যা দেখা যাচ্ছে, এতে দুই-এক বছরের মধ্যেই ধসে পড়ার আশঙ্কা আছে।”
এ বিষয়ে জামালপুর পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের বক্তব্য জানা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।