জামালপুরে টাপেনটাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জামালপুরে ৫০ পিস টাপেনটাডল ট্যাবলেটসহ মোঃ সবুজ আহম্মেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি জামালপুর শহরের লাঙ্গলজোড়া (পাওয়ার প্লান্টের পিছনে) এলাকার মোঃ আব্দুর রশিদ ওরফে টেপুর বাপের ছেলে।
সোমবার (১৯ মে) বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করেন জামালপুর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব। তিনি জানান, জামালপুরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা) মহোদয়ের নির্দেশনায় ডিবি পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মোঃ আসাদুজ্জামান ও এসআই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে জামালপুর পৌর শহরের ডাকপাড়া নুরুল হক এর ফলের আড়ত সংলগ্ন চানু মিয়ার দোকানের সামনে শেরপুর-জামালপুর মহাসড়কের পাশে ফাঁকা স্থান থেকে সবুজ আহম্মেদকে আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে ৫০ পিস নিষিদ্ধ টাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি নাজমুস সাকিব।