ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে দুর্নীতির অভিযোগ, সাংবাদিককে হুমকি ও ম্যানেজ করার চেষ্টা

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর::

ছবি: চেকপোস্ট

জামালপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও নারীদের প্রতি অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে এসব অভিযোগ প্রকাশে বাধা দিতে স্থানীয় এক সাংবাদিককে হুমকি ও ম্যানেজ করার চেষ্টারও অভিযোগ উঠেছে।

স্থানীয় সাংবাদিকদের দাবি, জনস্বাস্থ্য বিভাগের একজন প্রধান অফিস সহকারী জাহাঙ্গীর কবির ওরফে হোয়াইট বাবু, যিনি দীর্ঘদিন ধরে প্রকল্প বণ্টন ও আর্থিক অনিয়মের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছেন, তিনি সংবাদ প্রকাশ ঠেকাতে দুইজন ব্যক্তিকে নগদ অর্থসহ সাংবাদিকের বাসায় পাঠান।

তবে ওই সাংবাদিক ঘুষ গ্রহণে রাজি না হওয়ায়, পরে তাকে হুমকি দেয়া হয়। এমনকি স্থানীয় এক রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ আত্মীয়কে দিয়ে ভয়ভীতি ও অপপ্রচার ছড়ানোর অভিযোগও উঠেছে। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সংশ্লিষ্ট সাংবাদিকের বাসা থেকে সংগ্রহ করা হয়েছে বলেও জানা গেছে।

একাধিক নারীর অভিযোগ, হোয়াইট বাবু বিভিন্ন প্রকল্পে প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেয়ার নামে গরিব ও অসহায় নারীদের কাছ থেকে অনৈতিক সুবিধা দাবি করতেন। অভিযোগ রয়েছে, রাতের বেলায় অফিসে ডেকে এনে তিনি নারী কর্মীদের সঙ্গে অসঙ্গত আচরণ করেছেন।

ভুক্তভোগী অনেকেই মুখ খুলতে রাজি না হলেও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছেন, চাকরি হারানোর ভয়ে তারা দীর্ঘদিন ধরে নিরব ছিলেন।

স্থানীয়দের ভাষ্যমতে, হোয়াইট বাবু ক্ষমতাসীন দল ও বিরোধী দলের বিভিন্ন নেতার ছত্রছায়ায় থেকে নিজের প্রভাব বিস্তার করে আসছেন। একসময় আওয়ামী লীগের সাবেক মেয়র ও যুবলীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে থাকলেও, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি-জামায়াতপন্থী কিছু ব্যক্তির সাথে তার সখ্যতা গড়ে উঠেছে বলেও অভিযোগ রয়েছে।

এই বিষয়ে প্রশাসনের কোনো কর্মকর্তা এখনো আনুষ্ঠানিকভাবে মুখ না খুললেও, সাধারণ মানুষ এবং সাংবাদিক সমাজ দ্রুত প্রশাসনিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০১:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
৫৩৫ বার পড়া হয়েছে

জামালপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে দুর্নীতির অভিযোগ, সাংবাদিককে হুমকি ও ম্যানেজ করার চেষ্টা

আপডেট সময় ০১:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

জামালপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও নারীদের প্রতি অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে এসব অভিযোগ প্রকাশে বাধা দিতে স্থানীয় এক সাংবাদিককে হুমকি ও ম্যানেজ করার চেষ্টারও অভিযোগ উঠেছে।

স্থানীয় সাংবাদিকদের দাবি, জনস্বাস্থ্য বিভাগের একজন প্রধান অফিস সহকারী জাহাঙ্গীর কবির ওরফে হোয়াইট বাবু, যিনি দীর্ঘদিন ধরে প্রকল্প বণ্টন ও আর্থিক অনিয়মের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছেন, তিনি সংবাদ প্রকাশ ঠেকাতে দুইজন ব্যক্তিকে নগদ অর্থসহ সাংবাদিকের বাসায় পাঠান।

তবে ওই সাংবাদিক ঘুষ গ্রহণে রাজি না হওয়ায়, পরে তাকে হুমকি দেয়া হয়। এমনকি স্থানীয় এক রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ আত্মীয়কে দিয়ে ভয়ভীতি ও অপপ্রচার ছড়ানোর অভিযোগও উঠেছে। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সংশ্লিষ্ট সাংবাদিকের বাসা থেকে সংগ্রহ করা হয়েছে বলেও জানা গেছে।

একাধিক নারীর অভিযোগ, হোয়াইট বাবু বিভিন্ন প্রকল্পে প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেয়ার নামে গরিব ও অসহায় নারীদের কাছ থেকে অনৈতিক সুবিধা দাবি করতেন। অভিযোগ রয়েছে, রাতের বেলায় অফিসে ডেকে এনে তিনি নারী কর্মীদের সঙ্গে অসঙ্গত আচরণ করেছেন।

ভুক্তভোগী অনেকেই মুখ খুলতে রাজি না হলেও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছেন, চাকরি হারানোর ভয়ে তারা দীর্ঘদিন ধরে নিরব ছিলেন।

স্থানীয়দের ভাষ্যমতে, হোয়াইট বাবু ক্ষমতাসীন দল ও বিরোধী দলের বিভিন্ন নেতার ছত্রছায়ায় থেকে নিজের প্রভাব বিস্তার করে আসছেন। একসময় আওয়ামী লীগের সাবেক মেয়র ও যুবলীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে থাকলেও, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি-জামায়াতপন্থী কিছু ব্যক্তির সাথে তার সখ্যতা গড়ে উঠেছে বলেও অভিযোগ রয়েছে।

এই বিষয়ে প্রশাসনের কোনো কর্মকর্তা এখনো আনুষ্ঠানিকভাবে মুখ না খুললেও, সাধারণ মানুষ এবং সাংবাদিক সমাজ দ্রুত প্রশাসনিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।