ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরে এবি পার্টির জনসভা অনুষ্ঠিত

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর::

ছবি: চেকপোস্ট

জামালপুর শহরের ফৌজদারী মোড় এলাকায় গত শনিবার বিকেলে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) একটি জনসভা আয়োজন করে। সভাটি এবি পার্টির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মোমেনশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলা শাখার আহ্বায়ক এডভোকেট ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “আওয়ামী ফ্যাসিবীদদের গণঅভ্যুত্থানের মাধ্যমে পালাতে বাধ্য করা হয়েছিল, আর তারা কখনও ফিরে আসবে না। আমরা অনলাইনে উস্কানি দিয়ে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে কোন শক্তির অপচেষ্টাকে সফল হতে দেবো না। জামালপুরবাসী আওয়ামী লীগের দোসর ও পুনর্বাসনকারীদের প্রতিহত করবে, যা দেশের তরুণ-যুবকরা আবার প্রমাণ করেছে।” তিনি আরও বলেন, “গত ছয় মাসে সারা দেশে রাজনৈতিক ব্যানারে হাট, ঘাট, মাঠ দখলের যে প্রতিযোগিতা দেখেছি, জনগণ তা চলতে দিবে না।”

এবি পার্টির জেলা আহবায়ক এডভোকেট ছানোয়ার হোসেনের সভাপতিত্বে এবং জেলা যুগ্ম আহবায়ক প্রকৌশলী লিপসন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, “আগামী দিনে যারা ক্ষমতায় ফিরতে চাচ্ছেন, তাদের উচিত বর্তমান সরকারের কর্মকাণ্ড থেকে শিক্ষা নেয়া। তরুণরা আর পুরনো বংশীয় লুটপাট মেনে নেবে না। তাই আপনাদের চরিত্র বদলান, না হলে আপনাদের ভবিষ্যতও ৩২ নম্বরের মত পুড়বে।”

বিশেষ অতিথি হিসেবে এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান তার বক্তব্যে বলেন, “শত শত শহীদের রক্তে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। জামালপুরের বেকার যুবকদের স্বাবলম্বী করার আওয়াজ ইতিমধ্যেই তুলেছে এবি পার্টি। মাদকের কবল থেকে তরুণদের হেফাজত করার জন্য জামালপুরবাসীকে নিয়ে আমরা লড়াই চালিয়ে যাব।”

জামালপুর জেলা আহবায়ক এডভোকেট ছানোয়ার হোসেন বলেন, “এবি পার্টির রাজনীতি হচ্ছে সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি। জামালপুরের নদী ও পরিবেশ রক্ষার জন্য আমরা স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। পাশাপাশি, জেলার প্রতিষ্ঠিত কল-কারখানাগুলো সচল করে লক্ষ লক্ষ নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।” তিনি আরও বলেন, “আপনাদের ভোট ও ভালোবাসা নিয়ে আমরা জামালপুর জেলা একটি মডেল জেলায় পরিণত করব, যেখানে জনগণের সকল ভোগান্তি দূর করে নাগরিক সেবা নিশ্চিত করা হবে।”

এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আহবায়ক শাহজাহান মল্লিক, শেরপুর জেলা সদস্যসচিব মুকসিতুর রহমান হীরা, এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, জামালপুর জেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিপসন মিয়া, জামালপুর পৌরসভার আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান বুলবুল, যুগ্ম আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক উসমান গণি, জামালপুর এবি যুব পার্টির আহ্বায়ক শিহাব ইসলাম, সদস্য সচিব আবু সালেহ টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক যোবায়ের হোসেন, যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক শামীম আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভা শেষে বর্ণালী একাডেমী এবং অদৃশ্য ব্যান্ডের পরিবেশনায় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
৫০৬ বার পড়া হয়েছে

জামালপুরে এবি পার্টির জনসভা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

জামালপুর শহরের ফৌজদারী মোড় এলাকায় গত শনিবার বিকেলে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) একটি জনসভা আয়োজন করে। সভাটি এবি পার্টির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মোমেনশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলা শাখার আহ্বায়ক এডভোকেট ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “আওয়ামী ফ্যাসিবীদদের গণঅভ্যুত্থানের মাধ্যমে পালাতে বাধ্য করা হয়েছিল, আর তারা কখনও ফিরে আসবে না। আমরা অনলাইনে উস্কানি দিয়ে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে কোন শক্তির অপচেষ্টাকে সফল হতে দেবো না। জামালপুরবাসী আওয়ামী লীগের দোসর ও পুনর্বাসনকারীদের প্রতিহত করবে, যা দেশের তরুণ-যুবকরা আবার প্রমাণ করেছে।” তিনি আরও বলেন, “গত ছয় মাসে সারা দেশে রাজনৈতিক ব্যানারে হাট, ঘাট, মাঠ দখলের যে প্রতিযোগিতা দেখেছি, জনগণ তা চলতে দিবে না।”

এবি পার্টির জেলা আহবায়ক এডভোকেট ছানোয়ার হোসেনের সভাপতিত্বে এবং জেলা যুগ্ম আহবায়ক প্রকৌশলী লিপসন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, “আগামী দিনে যারা ক্ষমতায় ফিরতে চাচ্ছেন, তাদের উচিত বর্তমান সরকারের কর্মকাণ্ড থেকে শিক্ষা নেয়া। তরুণরা আর পুরনো বংশীয় লুটপাট মেনে নেবে না। তাই আপনাদের চরিত্র বদলান, না হলে আপনাদের ভবিষ্যতও ৩২ নম্বরের মত পুড়বে।”

বিশেষ অতিথি হিসেবে এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান তার বক্তব্যে বলেন, “শত শত শহীদের রক্তে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। জামালপুরের বেকার যুবকদের স্বাবলম্বী করার আওয়াজ ইতিমধ্যেই তুলেছে এবি পার্টি। মাদকের কবল থেকে তরুণদের হেফাজত করার জন্য জামালপুরবাসীকে নিয়ে আমরা লড়াই চালিয়ে যাব।”

জামালপুর জেলা আহবায়ক এডভোকেট ছানোয়ার হোসেন বলেন, “এবি পার্টির রাজনীতি হচ্ছে সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি। জামালপুরের নদী ও পরিবেশ রক্ষার জন্য আমরা স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। পাশাপাশি, জেলার প্রতিষ্ঠিত কল-কারখানাগুলো সচল করে লক্ষ লক্ষ নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।” তিনি আরও বলেন, “আপনাদের ভোট ও ভালোবাসা নিয়ে আমরা জামালপুর জেলা একটি মডেল জেলায় পরিণত করব, যেখানে জনগণের সকল ভোগান্তি দূর করে নাগরিক সেবা নিশ্চিত করা হবে।”

এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আহবায়ক শাহজাহান মল্লিক, শেরপুর জেলা সদস্যসচিব মুকসিতুর রহমান হীরা, এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, জামালপুর জেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিপসন মিয়া, জামালপুর পৌরসভার আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান বুলবুল, যুগ্ম আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক উসমান গণি, জামালপুর এবি যুব পার্টির আহ্বায়ক শিহাব ইসলাম, সদস্য সচিব আবু সালেহ টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক যোবায়ের হোসেন, যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক শামীম আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভা শেষে বর্ণালী একাডেমী এবং অদৃশ্য ব্যান্ডের পরিবেশনায় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464