জামালপুরে ইফতার কম পড়ায় সংঘর্ষ, সাংবাদিকসহ ৬ জন আহত
জামালপুর শহরের খেজুরতলা এলাকায় ইফতারের প্যাকেট কম পড়ায় দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ ৬ জন আহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শহরের খেজুরতলা এলাকায় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি জকিউল হাসান সাবুর স্মরণে দোয়া ও ইফতারের আয়োজন করে তার পরিবার। ইফতারের সময় খাবারের প্যাকেট কম পড়ায় স্থানীয়দের সাথে মাইক্রোবাস ড্রাইভারদের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
সংবাদ পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করতে গেলে হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের সামনেই দেশ টিভির জামালপুর জেলা প্রতিনিধি রিয়াদ (২৮), দৈনিক দেশ সংবাদ পত্রিকার সাংবাদিক সালাউদ্দিন মিঠু (৩০), ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সানজিদুল আকন্দ মাশফিকে (২৭) ব্যাপক মারধর করা হয়। হামলাকারীরা তাদের কাছ থেকে তিনটি মোবাইল সেট ও পরিচয়পত্র ছিনিয়ে নেয়।
এই সংঘর্ষে আরও তিনজন আহত হন, তারা হলেন— জামালপুর পৌর শহরের তেতুলিয়া এলাকার মঞ্জু হাসান মুসার দুই ছেলে জাহিদুল ইসলাম আশেক (২২) ও জিহান (১৪) এবং মুসলিমাবাদ এলাকার শুভ (৩৫)। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, “মারামারির দৃশ্য ক্যামেরায় ধারণ করা সাংবাদিকদের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালনকালে তাদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় বাধা। পুলিশের ভূমিকা দুঃখজনক, আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, “ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আহতদের হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”