জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান খুলনা আসছেন মঙ্গলবার
ঢাকায় জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াতের খুলনা জেলার দাকোপ উপজেলা শাখার আমীর মাওলানা আবু সাঈদের পরিবারকে সান্ত্বনা দিতে খুলনায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন, আগামী মঙ্গলবার (২২ জুলাই) সকালে তিনি ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হবেন।
তিনি আরও জানান, আমীরে জামায়াত রবিবারই খুলনা সফরের প্রস্তুতি নিয়েছিলেন। তবে ঢাকার জাতীয় সমাবেশস্থলে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকদের পরামর্শে সফর স্থগিত করা হয়। এখন পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে থাকায় তিনি খুলনা সফরের নতুন সময়সূচি নির্ধারণ করেছেন।
জামায়াতের কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে জানানো হয়, ডা. শফিকুর রহমান সকালে খুলনায় পৌঁছে দাকোপ উপজেলার মাওলানা আবু সাঈদের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেবেন এবং তার কবর জিয়ারত করবেন। এরপর তিনি পুনরায় ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন বলে সম্ভাব্য সময়সূচিতে উল্লেখ করা হয়েছে।
এ সফরে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তার সঙ্গে থাকবেন বলে আশা প্রকাশ করেছেন দলীয় নেতৃবৃন্দ।