সভাপতি স্বপন, সম্পাদক শফিক
জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা কমিটি গঠন
জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অনুমোদনে এই কমিটি গঠিত হয়।
নতুন জেলা কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোঃ আহসান হাবীব চৌধুরী স্বপন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শফিকুল ইসলাম শফিক। ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন এবং মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম। ২৬ এপ্রিল, শনিবার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়। একইসাথে জামালপুর জেলার সংস্থার পূর্বের সকল কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
নবগঠিত জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সভাপতি ও মহাসচিবের হাত থেকে অনুমোদিত কমিটির কাগজ গ্রহণ করেন।
কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ শাহজাহান মোল্লা, নীতি নির্ধারক সদস্য মুহাম্মদ মনজুর হোসেন, মোঃ আলমগীর গনি, সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, মোঃ খায়রুল ইসলাম, মোঃ আতিকুর রহমান আজাদ, মোঃ হাসান সরদার জুয়েল এবং যুগ্ম মহাসচিব সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটোসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কমিটির অনুমোদন পাওয়ার পর জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি স্বপন ও সাধারণ সম্পাদক শফিক কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, জামালপুরের সকল সাংবাদিক সংগঠনের সহযোগিতা নিয়ে আগামী দিনে সংস্থার কার্যক্রম এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।