জাতীয় সমাজসেবা দিবসে মুক্ত আড্ডা র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
“নেই পাশে কেউ যার, সমাজ সেবা পাশে তার”—এই স্লোগান নিয়ে সুনামগঞ্জে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫। জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে ২ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় শহরের পৌর মার্কেটের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা।
মুক্ত আড্ডায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। আড্ডার সূচনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়। অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জমসিদ আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক জিহান জুবায়ের এবং নাহাত হাসান পৌলমী বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. তানজিল হক।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল আড্ডার সমাপনী বক্তব্য রাখেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমনদ্দোজা ইমনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “বিশ্বে ধনী বৃদ্ধির হার সবচেয়ে বেশি বাংলাদেশে। এই বিষয়টি নিশ্চিত করে যে, বৈষম্য বাড়ছে। তবে আমাদের জন্য সুখের বিষয় হলো, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন একটি রাষ্ট্র পেয়েছি এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনের দিকে যাত্রা শুরু করতে চাই।”
তিনি আরও বলেন, “কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে হলে নাগরিকদের দায়বদ্ধতা থাকতে হবে। দেশের উন্নয়ন ও কল্যাণে নাগরিকরা নিয়মিত ভ্যাট এবং ট্যাক্স প্রদান করলে কল্যাণমুখী রাষ্ট্র গঠন সম্ভব। তাছাড়া, এই ধরনের রাষ্ট্র গঠনে আইনের শাসন ও সমতার গুরুত্ব অপরিসীম।”
মুক্ত আড্ডার পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা তাঁদের পরিবেশনামূলক নাচ, গান ও নাটক উপস্থাপন করেন।