জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচনের দাবি ইসলামী যুব আন্দোলনের
জাতীয় নির্বাচনের পূর্বে গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী রবিবার (২০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন।
নেতৃদ্বয় বলেন, “শহীদদের রক্তের দায় কোনো অবস্থাতেই ক্ষমাযোগ্য নয়। আওয়ামী লীগের বিচার করেই শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। কোনো রাজনীতি বা অজুহাতে শহীদদের রক্ত বিক্রি করলে ইতিহাস তা মেনে নেবে না।”
তারা আরও বলেন, “রক্তের দায় যারা অস্বীকার করে, ইতিহাসে তাদের পরিণতি ভয়াবহ। বিগত কয়েক বছরে হত্যা, গুম, জুলুম ও নিপীড়নের সঙ্গে যারা যুক্ত ছিল, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি রাষ্ট্রের কাঠামোগত সংস্কার করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।”
নেতারা অভিযোগ করে বলেন, “যাদের ভোট কেটে বিজয়ী হওয়ার পরিকল্পনা রয়েছে, তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না। কারণ নিরপেক্ষ নির্বাচন হলে চাঁদাবাজ-মাস্তানদের জয় সম্ভব নয়। তাই তারা ভোট প্রক্রিয়াকে নানা ছলচাতুরীর মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় লিপ্ত।”
তারা বলেন, “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করার দাবি থাকলেও অনেক রাজনৈতিক দলের মাঝেও ফ্যাসিবাদের প্রেতাত্মারা অবস্থান করছে। জাতীয় দুর্ভোগ কমাতে হলে স্থানীয় সরকার নির্বাচনকে অগ্রাধিকার দিতে হবে এবং তা জাতীয় নির্বাচনের পূর্বেই অনুষ্ঠিত হওয়া উচিত।”
বিবৃতির শেষাংশে নেতৃদ্বয় হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রয়োজনে আবারও ‘জুলাই বিপ্লব’ সংঘটিত হবে, কিন্তু গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই এই বাংলার মাটিতে হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতির ময়দান থেকে চিরতরে বিদায় জানাতে হবে।”