জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা
জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উপলক্ষে এবং শিশুদের মানসিক বিকাশের জন্য বই পড়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. সাহাদত হোসেন সভাপতিত্ব করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. সানাউল্লাহ খান, কার্যকরী কমিটির সদস্য মো. সাজু খান, লাইব্রেরিয়ান মো. সাজ্জাদ খান এবং পাঠাগারের নিয়মিত পাঠক মাসুম পারভেজ।
সভায় বক্তারা বই পড়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। প্রতিষ্ঠাতা মো. সাহাদত হোসেন বলেন, “আমার ছোটবেলা থেকেই নতুন বইয়ের গন্ধ আমাকে মুগ্ধ করত, যা আজও কমেনি। গাছ ও পানির অপর নাম যদি জীবন হয়, তাহলে চোখের অপর নাম দৃষ্টি। আমার কাছে বইয়ের অপর নাম আলো! জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় বই এক অনন্য সঙ্গী, যা অন্ধকার পথকে আলোকিত করে।”
তিনি আরও বলেন, “বই পড়া শুধু জ্ঞানার্জনের মাধ্যম নয়, এটি একটি সমৃদ্ধশালী সমাজ গঠনের অন্যতম উপাদান। বইয়ের জগতে প্রবেশ করা মানেই জ্ঞানের মহাসমুদ্রে সাঁতার কাটা, যেখানে প্রতিটি শব্দ যেন একেকটি মণিমুক্তা।”
সভায় আরও জানানো হয় যে, পাঠাগারটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং পাঠকদের জ্ঞানচর্চায় আরও উৎসাহিত করতে নিয়মিত নতুন বই সংগ্রহ করা হবে।
আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করে বক্তারা সবাইকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।