জাতীয় ঐক্যের মাধ্যমে ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের আহ্বান – গোলাম পরওয়ার
রমজান তাকওয়া অর্জনের মাস। এটি বেশি বেশি ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি লাভের সময়, আত্মার শুদ্ধির সময়। তবে এ মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কেনাবেচা বৃদ্ধি পায়, যা কিছু অসাধু ব্যবসায়ীদের মুনাফা লোটার সুযোগ করে দেয়। তারা বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে প্রতারণা করে, যা ইসলামি নীতির সম্পূর্ণ বিপরীত। অন্যদিকে, অনেক মানুষ ফরজ ইবাদত ভুলে গিয়ে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন, নামাজ, তারাবিহ, কুরআন তিলাওয়াত ও ইবাদতের প্রতি মনোযোগ হারান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (৭ মার্চ) খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে হোটেল সিটি ইন-এ অনুষ্ঠিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।
এ সময় আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনর রশীদ খান, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামীর খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি মাওলানা নাসির উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি গোলাম পরওয়ার বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। ইসলাম আমাদের ন্যায়বিচার ও সমতার শিক্ষা দেয়। রমজান মাসে আমাদের আত্মশুদ্ধির পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি নিতে হবে।
অনুষ্ঠান শেষে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।