জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে সাবেক ও বর্তমান ছাত্রদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) জয়পুরহাট সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের মিলনায়তনে আয়োজিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম রেজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আঃ ওহাব, সাবেক ভিপি ও জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট, সাবেক ভিপি ও জিএস, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সাবেক প্রোভিপি মামুনুর রশিদ, সাবেক এজিএস ও জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম, ছাত্রনেতা ডালিম ও সাকিল হোসেন।
বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জেলার ছাত্রদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং আগামী দিনে দলকে আরও সংগঠিত করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।