জয়পুরহাট চিনিকলে বকেয়া বেতন ও ইনক্রিমেন্ট দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতন, বন্ধ ইনক্রিমেন্ট চালু, ইক্ষু উন্নয়ন সহকারীদের (সিডিএ) ইনক্রিমেন্ট, মহার্ঘ ভাতা প্রদানসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। একই সঙ্গে ব্যবস্থাপনা পরিচালকের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।
শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়। পরে একটি মিছিল প্রশাসনিক চত্বর প্রদক্ষিণ করে মিলের মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শ্রমিক-কর্মচারীরা।
শ্রমিকরা জানান, চলতি বছরের জুলাই মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। আগস্ট মাসের বেতন নিয়েও অনিশ্চয়তা রয়েছে। দেশের অন্যান্য ৮টি চিনিকলে সিডিএ ইনক্রিমেন্ট দেওয়া হলেও জয়পুরহাট চিনিকলের কর্মচারীদের বঞ্চিত রাখা হয়েছে। এছাড়া শ্রমিকদের মহার্ঘ ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
এসময় প্রশাসনিক কর্মকর্তাদের অফিসে প্রবেশে বাধা দেন শ্রমিকরা। এমনকি অতিথি ভবনে অবস্থানরত কর্মকর্তারাও বাইরে বের হতে পারেননি।
জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার বলেন, “অন্যান্য মিলের মতো আমাদেরও সিডিএ ইনক্রিমেন্ট ও মহার্ঘ ভাতা দিতে হবে। না দিলে কর্মচারীরা কাজে যোগ দেবে না।”
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ হোসেন বলেন, “আমাদের দাবিগুলো ৪৮ ঘণ্টার মধ্যে পূরণ করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
তবে এসব অভিযোগ অস্বীকার করে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, “শ্রমিক-কর্মচারীরা আমাকে পূর্বে কোনোভাবে অবহিত করেননি। অফিসের কর্মকর্তারা তালাবদ্ধ থাকায় কাজ করতে পারেননি। বিষয়টি পুলিশ সুপার ও জেলা প্রশাসককে জানানো হয়েছে। সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব।”