জয়পুরহাটে সেরাকণ্ঠ ফাইনাল রাউন্ড প্রতিযোগিতা শুরু
তারুণ্যের উৎসবে জয়পুরহাটে ‘সেরাকণ্ঠ’ ফাইনাল রাউন্ড প্রতিযোগিতা শুরু হয়েছে। “গানে গানে সুরে সুরে, আওয়াজ তোলো প্রাণে প্রাণে” প্রতিপাদ্যকে ধারণ করে সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জয়পুরহাট শহরের সার্কিট হাউজ মাঠে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের শিল্পীরা বিচারকের দায়িত্ব পালন করেন।
জেলার পাঁচটি উপজেলার বাছাইকৃত ৫৫ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেছেন। এদের মধ্য থেকে ১০ জনকে গ্র্যান্ড ফাইনাল রাউন্ডে নির্বাচিত করা হবে। গ্র্যান্ড ফাইনাল রাউন্ড আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং এতে জাতীয় পর্যায়ের খ্যাতিমান বিচারকরা উপস্থিত থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি নিয়ামুর রহমান নিবিরসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী জানান, জয়পুরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা প্রতিভাবানদের খুঁজে বের করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “আমাদের জেলায় অনেক প্রতিভা আছে যারা সঠিক সুযোগের অভাবে নিজেদের মেলে ধরতে পারেন না। এ প্রতিযোগিতার মাধ্যমে তাদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দেওয়া হবে।”
প্রতিযোগিতায় ৩২টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবানদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। গ্র্যান্ড ফাইনালে যোগদানকারী ১০ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ে সুযোগ পাবেন।