জয়পুরহাটে সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জাতিসংঘ ঘোষিত “সড়ক নিরাপত্তা সপ্তাহ” উপলক্ষে জয়পুরহাটে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টায় জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে এই সভার আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) জয়পুরহাট জেলা শাখা।
জেলা কমিটির সভাপতি নুর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জিন্না আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, নিসচার সহ-সভাপতি নুরুল হোসেন, এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরাফাত হোসেন মুন।
সভায় বক্তারা সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক নিয়ম মেনে চলা, চালকের সচেতনতা, পথচারীর সতর্কতা এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নসহ নানা দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
ট্যাগস :