জয়পুরহাটে শ্রমিক নেতার ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জয়পুরহাট শহরের আরাফাত নগরের নিজ বাসা থেকে ওয়াকিল আহাম্মেদ অনিক (৩২) নামে এক তরুণ পোশাক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল দশটার দিকে তার শোবার ঘর থেকে পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
নিহত অনিক মোটর শ্রমিক ইউনিয়নের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের একমাত্র ছেলে। তিনি শহরের প্রধান সড়কের “স্বাক্ষর প্লাস” নামে একটি পোশাকের দোকানের মালিক ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে গৃহপরিচারিকা ঘরে এসে অনিককে ডাকাডাকি করেও সাড়া না পেলে দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করেন। তখন সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। চিৎকার শুনে অনিকের বাবা এবং প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ নামান।
অনিকের আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। প্রতিবেশীরা বলছেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন। আত্মহত্যার কোনো স্পষ্ট কারণ তারা খুঁজে পাচ্ছেন না।
স্থানীয়রা জানান, অনিক তার বাবার পরিবহন ব্যবসা এবং নিজের পোশাকের দোকান দেখাশোনা করতেন। তার বাবা রফিকুল ইসলাম সম্প্রতি একটি মামলার পর আত্মগোপনে ছিলেন এবং গতকাল রাতেই বাসায় ফিরে আসেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, “মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ছেলে আত্মহত্যা করেছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে পরিবারের সদস্যরা মরদেহের ময়নাতদন্তে আপত্তি জানিয়েছেন।”
অনিকের ঝুলন্ত মরদেহের গলায় কালচে দাগ দেখা গেছে। ঘটনার সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে বলে জানান পুলিশ।
এক প্রতিবেশী তরুণ বলেন, “অনিক ভাই খুব ভালো মানুষ ছিলেন। তার এই মৃত্যু আমাদের সবার জন্য গভীর শোকের। কেন এমন করলেন, তা বুঝতে পারছি না।”
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এর পেছনে কোনো পারিবারিক, আর্থিক, বা মানসিক চাপ রয়েছে কিনা, তা নিয়ে আলোচনা করছেন।