জয়পুরহাটে শহীদ বিশালের পরিবারকে ঈদ উপহার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জয়পুরহাট শহরে মৃত্যুবরণ করা শহীদ বিশালের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেছেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
২৮ মার্চ (শুক্রবার) দুপুরে শহীদ বিশালের বাড়িতে যান নির্বাহী অফিসার মহোদয়া। এ সময় তিনি শহীদ বিশালের বাবার হাতে পরিবারের সবার জন্য ঈদের নতুন জামা-কাপড়, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেন। তিনি শহীদ বিশালের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের খোঁজ-খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, ছাত্র প্রতিনিধি মোঃ আল-আমিনসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট ২০২৪ জয়পুরহাট শহরের পাঁচুরমোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়ে মোঃ নজিবুল সরকার বিশাল শহীদ হন। শহীদ বিশাল উপজেলার রতনপুর গ্রামের আব্দুল মজিদুল সরকারের ছেলে। তিনি পাঁচবিবির নাকুরগাছি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।