জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ
জয়পুরহাটে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান। এসময় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ও জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রুহুল আমিন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর মোট ১২১ জন শিক্ষার্থী শিক্ষাবৃত্তির জন্য আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ১১৩ জনকে যোগ্য ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ৪ লাখ ৯৯ হাজার ৯০০ টাকার চেক বিতরণ করা হয়েছে।