জয়পুরহাটে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও তা বন্ধের দাবিতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
এই কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নিয়ামুর রহমান নিবিড়, যুগ্ম সদস্য সচিব মোবাশ্বের হোসেন, সংগঠক নাহিদ ইসলাম, সদস্য কেএম সাজিন প্রমুখ।
সমাবেশে বক্তারা গাজায় নারী ও শিশুদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সোচ্চার হতে হবে।”
এ সময় বিক্ষোভকারীরা ‘তুমি কে, আমি কে? ফিলিস্তিন, ফিলিস্তিন’-এই স্লোগানে ইসরায়েল বিরোধী অবস্থান প্রকাশ করেন এবং ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান।