জয়পুরহাটে মাদ্রাসা ছাত্র নিখোঁজের ১০ দিন, উৎকণ্ঠায় পরিবার
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রামে একটি হাফেজিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার ১০ দিন পরেও খোঁজ মেলেনি নিঝুম (১৩) নামের এক ছাত্রের। নিঝুম জয়পুরহাট সদর উপজেলার কোমর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।
জানা যায়, ছুটি শেষে গত ২৭ এপ্রিল সকাল ১০টায় নিঝুমকে মাদ্রাসায় রেখে যান তার বাবা। তবে ওই দিন বিকেল ৩টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ২৯ এপ্রিল তার বাবা ক্ষেতলাল থানায় সাধারণ ডায়েরি করেন। এরপরও নিঝুমের কোনো সন্ধান পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিঝুমকে ঘটনার দিন বিকেলে নিশ্চিন্তা বাজার এলাকায় একটি শপিং ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
নিঝুমের দাদা মাহফুজুর রহমান বলেন, “আমরা অত্যন্ত উদ্বিগ্ন। প্রশাসন ও দেশবাসীর কাছে সাহায্য চাই।”
মাদ্রাসার মহতামিম মাওলানা দেলোয়ার হোসেন জানান, “জোহরের নামাজের পর সে উপস্থিত ছিল, তবে মাগরিবের আগেই নিখোঁজ হয়। পরিবারকে দ্রুত জানানো হয় এবং আমরা নিজেরাও খোঁজ চালিয়ে যাচ্ছি।”
ক্ষেতলাল থানার ওসি দীপেন্দ্র নাথ সিং বলেন, “নিখোঁজের বিষয়ে জিডি হয়েছে। ছেলেটিকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।”