জয়পুরহাটে মাত্র ১২০ টাকায় স্বপ্ন পূরণ, পুলিশে চাকরি পেলেন ১৩ তরুণ-তরুণী
মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন জয়পুরহাটের ১৩ তরুণ-তরুণী। অনলাইন আবেদন ফি ছাড়া আর কোনো খরচ ছাড়াই মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে তারা এই চাকরি অর্জন করেন।
বৃহস্পতিবার (১৫ মে) রাতে জয়পুরহাট পুলিশ লাইন্সে এ নিয়োগ কার্যক্রমের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। এসময় নবনিযুক্ত কনস্টেবলদের ফুল দিয়ে বরণ করে নেন তিনি।
নতুন চাকরি পাওয়া অনেকেই জানান, তারা দারিদ্র্যপীড়িত কিংবা মধ্যবিত্ত পরিবারের সন্তান। অনেক সীমাবদ্ধতা ও আর্থিক অসচ্ছলতার মধ্যেও কোনো সুপারিশ বা ঘুষ ছাড়াই চাকরি পাওয়ায় তারা গর্বিত ও আনন্দিত।
পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, “কোনো প্রকার লেনদেন, তদবির বা রাজনৈতিক প্রভাব ছাড়াই শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হয়েছে। এটি পুলিশের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ারই অংশ। যোগ্যতার ভিত্তিতে সুযোগ করে দেওয়াই ছিল আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “নতুন এই ১৩ জন তরুণ-তরুণী পুলিশের গর্বিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এই নিয়োগ প্রক্রিয়া ভবিষ্যতেও স্বচ্ছতার সঙ্গে চলবে।”
জেলা পুলিশ সূত্র জানায়, নিয়োগ পাওয়া তরুণ-তরুণীরা শিগগিরই তাদের প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেবেন। তাদের সবারই স্বাস্থ্য, শারীরিক সক্ষমতা, শিক্ষাগত যোগ্যতা এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এ নিয়োগ চূড়ান্ত করা হয়।
এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া জেলা জুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।