জয়পুরহাটে বৃত্তি পরীক্ষায় কিডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে জয়পুরহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে জেলা কিডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে এ সংবাদ সম্মেলন হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি সুলতান মো. সামছুজ্জামান। তিনি বলেন, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারলেও কিডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ২০১৯ সাল পর্যন্ত তারা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারলেও ২০২২ সাল থেকে তা বন্ধ হয়ে গেছে, যা চরম বৈষম্যের শামিল।
তিনি আরও বলেন, “বৃত্তি নেওয়া কোনো বৈষম্য নয়, বরং সমান সুযোগ পাওয়া সকল শিক্ষার্থীর অধিকার। সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি ও কিডারগার্টেন শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।”
সংগঠনের পক্ষ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। অন্যথায় দেশব্যাপী কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সুফিয়া সুলতানা, গুলশানা আরা, এহসানুল হক নাজমুল, রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শাকিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শামীম হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।