জয়পুরহাটে বাস-মিনিবাস মালিক গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জয়পুরহাট জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের উদ্যোগে মঙ্গলবার বিকেলে শহরের উল্লাস কমিউনিটি সেন্টারে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা সভা, ইফতার মাহফিল এবং দোয়া পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আনিছুর রহমান লিটন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর আইয়ুব ইসলাম, মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি গোলাম মতুর্জা শিপলু, শ্রমিক নেতা মীর ফরহাদসহ অনেক বিশিষ্ট অতিথি।
আলোচনা সভা শেষে বাস-মিনিবাস মালিক গ্রুপের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে চেক বিতরণ করা হয়। এই উদ্যোগে সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয় এবং সকলের মাঝে ঈদের খুশি ভাগাভাগি করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে, সংগঠনটি তাদের সদস্যদের জন্য একত্রিত হওয়ার একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।